নিউজ প্রাচ্যের ডান্ডি: নগরীতে মোটর অধ্যাদেশ আইন অমান্যকারী ১২টি যানবাহনের চালককে ১২ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়া এলাকায় বিআরটিএ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল জাকী।
দেশব্যাপী বাম্পার বিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাকের বাম্পার কর্তন, অবৈধ পার্কিং করা, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট ব্যবহার না করার অপরাধে ১২ জন চালককে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।