নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আল জয়নাল ট্রেড সেন্টাওে ডিফেন্সি ফ্যাশন হাউসে এর দ্বিতীয় শোরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে মিলাদের মাধ্যমে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আ: আজিজের মালিকানাধীন ডিফেন্সি ফ্যাশন হাউসের দ্বিতীয় শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরাফত আলী বাদল, মশিউর রহমান শ্যামল, মনিরুজ্জামান, আবু তাহের, ডিফেন্সি ফ্যাশন হাউসের কর্মকর্তা অহিদ, শাকিল, ফাহিম, রিফাত প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাষাঢ়া রেল লাইন জামে মসজিদেও খতিব মুফতি মিজানুর রহমান।
প্রসঙ্গত, ডিফেন্সি ফ্যাশন হাউজের প্রথম শোরুম চাষাঢ়ার শান্তনা সুপার মার্কেটের নীচতলায় অবস্থিত। শান্তনা মার্কেটের পাশেই অবস্থিত আল জয়নাল ট্রেড সেন্টারের দোতলায় এর দ্বিতীয় শোরুমের উদ্বোধন করা হলো।