নিউজ প্রাচ্যের ডান্ডি: মাত্র ৫ হাজার টাকার লোভে ৮ মাসের সন্তানকে বিক্রি করে দিলো এক পাষন্ড মা। পাষন্ড ওই মায়ের নাম জিয়াসমিন। সে ভোলা জেলার বাসিন্দা।
সোমবার (১১ ডিসেম্বর) শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনীতে জানাযায়, ভোলা জেলার মো: আকিদুল এর স্ত্রী জিয়াসমিন ৫ হাজার টাকায় লোভে নিজ ৮ মাসের ওই কন্যা সন্তানকে বিক্রি করতে সদূর ভোলা থেকে নারায়ণগঞ্জকে আসে। এরপর চাষাঢ়া এলাকায় গাড়ী থামলে টাকার লোভে নিজ সন্তানকে এক মহিলার হাতে তুলে দেন এ পাষন্ড মা। ৮ মাসের ওই কন্যা সন্তানের নাম খাদিজা আক্তার।
জিয়াসমিনের চাচা মোস্তফা জানান, গত তিন মাস আগেও ওই জেলার লাল মোহর এলাকায় এ কন্যা সন্তানকে মাত্র ৩ হাজার টাকায় বিক্রি করে পাষন্ড মা। পরে খবর পেয়ে তার স্বামী আকিদুল বিক্রিত টাকা ফেরত দিয়ে কন্যা সন্তানকে ফিরিয়ে আনেন। তবুও টাকার লোভ যেন কিছুতেই পিছু ছাড়েনা পাষন্ড মা জিয়াসমিনের। তাই তিনি নিজ সন্তানকে বিক্রি করতে উঠেপরে লাগেন। নিজ গ্রামে বিক্রি করতে না পাড়ায় ভোলা চলেন সদূর নারায়ণগঞ্জে।
এই ঘটনায় পাষন্ড মা জিয়াসমিনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো: মোমেন।