নিউজ প্রাচ্যের ডান্ডি: গৌর পূর্ণিমায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আন্তর্জাতিক সংগঠন ইসকন্।
শুক্রবার (২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় দেওভোগস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউড় মন্দির থেকে অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রম্মচারীর নেতৃত্বে ইসকন্রে উদ্যোগে বের করা হয় শোভাযাত্রা।
শহরের ২নং রেলগেট হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে শেষ হয় শোভাযাত্রা। এসময় আবিরের রঙে নেচে গেয়ে উল্লাস করে ইসকনের ভক্তরা।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সহিত রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। তাই দোলযাত্রার দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। আর এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌরপূর্ণিমা নামেও অভিহিত করা হয়।