রিমান্ডে থাকা জঙ্গি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক তার জবানবন্দি রেকর্ড করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাসুদুর রহমান জানান, ২০১৬ সালে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলা হয়। ওই মামলায় জঙ্গি রাজীবকে ৩০মার্চ পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়। বুধবার বিকেলে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাজীব গান্ধী।
ওসি বলেন, ‘২০১৬ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ব্যবসায়ী তরুণ দত্ত, মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিকসহ উত্তরাঞ্চলের বিভিন্ন হত্যাকাণ্ড ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা করেন।’