নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে জনতার মুখোমুখি হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন।
জাইকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজী আব্দুস সামাদ ফাজিল মাদ্রাসা মাঠে এ মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নাসিক সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে মুক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবকলীগের লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, নাসিক মেয়রের পিএ মোঃ আবুল হোসেন, নাসিকের কর কর্মকর্তা আব্দুল হান্নান মিঞা, হাজী মোঃ ইদ্রিস আলী, হাজী আব্দুস সামাদ, হাজী জহিরুর ইসলাম, হাজী আলম হোসেন, মোস্তাফা কামাল, মোঃ এখলাছুর রহমান, মোক্তার হোসেন, আক্তার হোসেন, মাস্টার মহিউদ্দিন, সোলেমান পলাশ, কামাল হোসেন, কাউসার ও সানাউল্লা প্রমূখ। এসময় মুক্ত আলোচনা সভায় এলাকাবাসী শতস্ফুর্তভাবে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কাউন্সিলরের নিকট।
এসময় নাসিক কাউন্সিলর ইকবাল হোসেন এবং নাসিক কর্মকর্তারাও জনসাধারনের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।