নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আওয়ামীলীগের নেতা-কর্মীরা হচ্ছে একটা পরিবার। আর এ আওয়ামীলীগের প্রত্যেকটা নেতা-কর্মীর অভিভাবক একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার কমান্ডে চলি। তাকে আল্লাহতায়ালা দীর্ঘ জীবন দান করুণ।
রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকায় নিজ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, কাউন্সিলর আলী হোসেন আলা, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক কাউন্সিলর আরিফুল হক হাছান, কাউন্সিলর ওমর ফারুক, কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ব্যবসায়ী ও যুবলীগ নেতা হুমায়ুন কবির।
শামীম ওসমান আরো বলেন, সিদ্ধিরগঞ্জের ডিএনডি অঞ্চল সুবিধা বঞ্চিত। সর্বদা এ এলাকা জলাবদ্ধ থাকে। প্রধানমন্ত্রীর কল্যাণে সেনাবাহিনীর তত্বাবধায়নে এ এলাকায় ৫’শ ৫৮ কোটি টাকা ব্যায়ে উন্নয়ন কাজ করা হবে। এতে এ এলাকাবাসীর কোন কষ্ট থাকবে না। আগামী ১৫ অক্টোবর এ কাজের উদ্বোধন করা হবে।