দেশের জন্য জেল খেটেছে শেখ মুজিবুর দাদু,
এমন কিছু ছিল তার ভিতরে মনে হতো যাদু।
যাদুর মতো হাতছানি দিয়ে
ডাকলো বাঙালি জাতিকে,
জয়ের নেশায় আসলো সব বাঙালি
রেসকোর্স ময়দানে।
জয়ের নেশায় স্লোগান দিয়ে অস্ত্র ধরালো দাদু,
জয়ের নেশায় পাগল হলো
বাঙালি জাতি শুধু।
অস্ত্র নিয়ে যুদ্ধ করে গেল অনেক প্রাণ,
বাংলাদেশ আবার ফিরে পেল
অনেক নতুন গান,
মুক্তির স্বাদ পেল বাঙালি
পেল দাদুর ভালোবাসা,
পেল খুঁজে বাংলাদেশ
নতুন করে বাঁচার আশা,
সুখটা ছিল ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়,
বাঙালি দোসরের চোখটা শুধু দাদুর উপরই রয়,
চার বছরেই দাদুর অনেক শত্রু হয়ে গেল,
চার বছরেই দাদুর পরিবার ফিনিশ করে দিল।
লেখক: নাজনীন মনির