নিউজ প্রাচ্যের ডান্ডি: জাতীয় ৪ নেতার স্মরণে জেল হত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে শহরের ২নং রেল গেটস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের ব্যানারে সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এড. আবু হাসনাত শহীদ বাদল বলেন, পচাঁত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ৩ নভেম্বর। আর এই হত্যাকান্ডের মূল হোতা হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি। যারা স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতাকে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে নতুন কলঙ্কের তিলক এটেছিল।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শামছুল ইসলাম ভূইয়া, স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, সদর থানা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নূর হোসেন সওদাগর, মহানগর তাঁতীলীগের সভাপতি মুকুল হোসেন রাসেল, সহ-সভাপতি মো: জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।