নিউজ প্রাচ্যের ডান্ডি: বিপুল সংখ্যক মুসল্লিদের অংগ্রহনে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে ও পালিত হলো জুমা’তুল বিদার নামাজ। রমজান মাসের শেষ শুক্রবারকে বলা হয় জামা’তুল বিদা।
শুক্রবার (২৩ জুন) বাদ জুমা শহরের ডিআইটি জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় জুমার নামাজ।
দুপুর সোয়া ১২টায় আযানের পর থেকে মুসল্লিারা জড়ো হতে থাকে শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গনে। এ সময় মসজিদের ভেতরে পরিপূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিরা রস্তায় পাটি বিছিয়ে প্রখর রোদের মধ্যে নামাজ আদায় করেন।
ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল জুমার নামাজের পূর্বে রমজামের তাৎপর্য এবং ঈদুল ফিতর সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। জুমা’তুল বিদা উপলক্ষে বিশেষ খুতবা পেশ করেন মাওলানা আব্দুল আউয়াল।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার ঐক্য, শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সন্ত্রাস ও সংঘাতমুক্ত বাংলাদেশ কামনা করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর সুন্দরভাবে পালন করার জন্য মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করা হয়। এ সময় মুসল্লিরা আমিন আমিন বলতে থাকেন।