নিউজ প্রাচ্যের ডান্ডি: জঙ্গিবাদ, মাদক সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে ইমামদের আহবান জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শহিদুজ্জামান। তিনি বলেছেন, সমাজে ইমামদের কথা মানুষ গুরুত্ব দেয়। আপনার জুম্মার খুতবার সময় সহ নানা সময় বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানুষকে সচেতন করলে, সমাজটা সুন্দরভাবে সংগঠিত হবে।
বুধবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নিজ কার্যালয়ে জেলা পর্যায়ে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন’র উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে এভং মাস্টার ট্রেইনার কবীর আহম্মদ’র সঞ্চালনায় এ সময়ে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: মহিউদ্দিন, ফিল্ড অফিসার মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, হিসাবরক্ষক রুহুল ইমাম, জেলা প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মো: শাহাবুদ্দিন। প্রবিত্র কুরআন তেলোওয়াত করেন মো: শহিদুল্লাহ, নাত পরিবেশন করেন মো: জসিম উদ্দিন।