নিউজ প্রাচ্যের ডান্ডি: যতই দিন যাচ্ছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জুয়েল-মোহসীন প্যাণেলের প্রচারনা ততই ভিন্ন মাত্রা পাচ্ছে বলে মনে করছে নারায়ণগঞ্জ বারের আওয়ামী পন্থী আইনজীবীরা। দলের সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে পরিষদের সভাপতি প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. মোহসীন মিয়া দল মত নির্বশেষে সকল আইনজীবীর কাছে দোয়া প্রার্থনা করছেন।
বারের উদিয়মান এ দুই আইনজীবীর বিরামহীন ছুটে চলায় পুরো প্যাণেলের মধ্যে এক উজ্জিবীত মনোভাব বিরাজ করছে বলে জানা গেছে।
প্রতিদিনের মতো বুধবার (১৭ জানুয়ারী) নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের জন্য প্রচারনা চালান তারা।
সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদের নির্বাচন পরিচালনা বোর্ডের যুগ্ম সদস্য সচিব পিপি এড. ওয়াজেদ আলী খোকনের নেতৃত্বে নির্বাচনী প্রচারনায় আরো অংশ নেন প্যাণেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি প্রার্থী এড. মো: ছালাহ্উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. জসীম উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মনিরুজ্জামান কাজল, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো: সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুভাষ বিশ্বাস, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূঁইয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রার্থী এড. ইসরাত জাহান হক এবং কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. মো: মুশিউর রহমান, এড. রাশেদ ভূইয়া, এড. শোয়েব আহাম্মেদ শুভ, এড. আব্দুল মান্নান, এড. রোমানা আক্তারসহ আওয়ামী পন্থী আইনজীবীরা।