নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠনের পর সাংগঠনিক ভাবে বেশ অগ্রসর হতে থাকলেও তাতে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে অভ্যন্তরীণ বিভাজন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যার ফলে একবছরেও যেমন জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। তেমনি তৃণমূল পর্যায়ে দরকে সুসংগঠিত করার উদ্যোগও গ্রহণ করা সম্ভব হয়নি।
তৃণমূলকে পুনর্গঠিত করার লক্ষ্যে দলীয় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হলেও ইউনিয়ন পর্যায়ে এখনো শুরু হয়নি এই কার্যক্রম। এমনকি সরকারের বিগত ৮ বছরের উন্নয়ণ কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে খোদ দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা থাকলেও এখনো অবধি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কোথাও ‘উঠান বৈঠক’ করা সম্ভব হয়নি। উপরন্তু ‘উঠান বৈঠক’ এর নামে এখন আগামী নির্বাচনে সম্ভাব্য এমপি পদ প্রার্থীরা নিজেদের পরিচিতি জাহির করায় ব্যস্ত সময় পার করছেন।
জানাগেছে, গত বছর ৯ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সভাপতি, এড. আবু হাসনাত মো: শহিদ বাদলকে সাধারন সম্পাদক ও ডা: সেলিনা হায়াত আইভীকে সিনিয়র সহ-সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র।
এরপর থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক যৌথ ভাবে দলীয় কর্মসূচী পালন করলেও সেখানে অনুপস্থিত থাকতেন সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াত আইভী। কিন্তু হঠাৎ করেই সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের সময় বিভক্ত হয়ে পড়েন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহিদ বাদল।
সকালে সাধারন সম্পাদক এবং সন্ধ্যায় সভাপতি পৃথক ভাবে জেলা আওয়ামীলীগের ব্যানারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করেন। শুধু জন্মদিনেই নয়, সদ্য জাতিসংঘ অধিবেশন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যর্থণা জানানোর ক্ষেত্রেও পৃথক ভাবে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যান জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহিদ বাদল।
যা দেখে তৃণমূল নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেন। তারা বলেন, যেখানে মাত্র ৩ সদস্যের কমিটিতেই এক বছরে বিভাজনের সৃষ্টি হয়ে গেছে, সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরেও তো দলীয় নেতৃবৃন্দরা ফের দু’ভাগে বিভক্ত হয়ে পড়বে।
দলীয় সূত্রে আরো জানাগেছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলে নিউজ প্রাচ্যের ডান্ডিকে নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।