নিউজ প্রাচ্যের ডান্ডি: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন বলেছেন, ‘মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমকে মুক্ত করতে প্রয়োজনে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।’
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ডিআইটি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা আয়োজিত ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এসব কথা বলেন তিনি ।
হেমায়েত উদ্দিন বলেন, ‘জেরুজালেম হবে মুসলমানদের ঐক্যের ক্যের কেন্দ্রবিন্দু। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। এই স্বীকৃতি বিশ্ব মুসলিমের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলী পদর্শনের শামিল। বিশ্ব মুসলিমকে আমেরিকার কাছে তেল বিক্রি বন্ধ সহ পর্যায়ক্রমে আমেরিকার সকল পণ্য বর্জন করতে হবে।’
তিনি বিশ^বাসীর কাছে আমেরিকার সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়ে বলেন, ‘সারা বিশ্ব থেকে আমেরিকার দূতাবাস বন্ধ করতে হবে। ট্রাম্পের সকল কার্যক্রমের উদ্দেশ্যে ও পরিকল্পনা হচ্ছে বিশ্ব থেকে কিভাবে মুসলমানদের ধংস করা যায়।’
বাংলাদেশ এবং সারা বিশ্বে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের মাধ্যমে এ ঘোষনা প্রতিহত করার ঘোষনা করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি আলহাজ্ব আনোয়ার হোমেসন জিহাদী, সাধারন সম্পাদক মাওলানা শাহ আলম কাঁচপুরী, ইসলামী যুব আন্দোলন নারায়ণগড়ঞ্জ মহানগরের সভাপতি গিয়াস উদ্দিন মুহা. খালিদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলার সভাপতি মুহা. মামুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের আহবায়ক শেখ মুহা. হাসান আলী সহ প্রমূখ।
বিক্ষোভ মিছিলটি শহরের ডিআউটি জামে মসজিদ থেকে শুরু হয়ে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।