নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা ব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান শেষ হওয়ার পর শুরু হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজির নির্দেশে বিশেষ অভিযান। গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া অভিযান চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো: শরফুদ্দীনের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেন।
পরবর্তীতে রাতে আটককৃত ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম বলে নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: জয়নাল আবেদীন।