নিউজ প্রাচ্যের ডান্ডি: ডিবির জালে তক্ষক নিয়ে আটক ৪ জন বিক্রেতাকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রিফাত ফেরদৌস ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪ জনকে অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে তক্ষকটিকে অবমুক্ত করার লক্ষে নারায়ণগঞ্জ বন বিভাগের ফরেস্টার গোলাম মোস্তফার নিকট নিকট হস্তান্তর করা হয়।
ডিবির এস আই সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে তক্ষকসহ ৪ জনকে আটক করা হয়। এরা হলেন, শহরের জল্লারপাড় এলাকার চান মিয়ার পুত্র রেজাউল (৩৫), সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকার আব্দুল হাকিমের পুত্র কামাল হোসেন (২৮), ফতুল্লার সস্তাপুর এলাকার মো: আলীর পুত্র হরুনুর রশীদ (৩০) ও মৃত হালিম বেপারীর পুত্র আল আমিন (২৫)।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালত ২০ হ্জাার টাকা অর্থদন্ড করেন।