নিউজ প্রাচ্যের ডান্ডি: জেলা গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হয়েছেন নারায়ণগঞ্জের মাদকের ডন শাহীন ওরফে বন্দুক শাহীন (৪৫)।
শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩ টা ১০ মিনিটে শহরের গলাচিপা বোয়ালিয়া খাল এলাকায় নিজ বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।
এসময় বন্দুক যুদ্ধে ডিবির ওসি মো: মাহবুবুর রহমান ও উপ-পরিদর্শক মো: মিজানুর রহমান আহত হন। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিউজ প্রাচ্যের ডান্ডিকে নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: মাহবুবুর রহমান।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের গলাচিপায় অভিযান চালিয়ে মাদকের ডন বন্দুক শাহীনকে গ্রেফতারের চেষ্টা করা হলে তার লোকজন ডিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এরপর ডিবি পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে বন্দুক শাহীন নিহত হয়।’
মাদকের ডন বন্দুক শাহীন দীর্ঘদিন যাবত পলাতক ছিল। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ অনধিক মামলা রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এরআগে, বন্দুক শাহীনের অন্যতম সহযোগী মাস্টার দেলু র্যাবের ক্রসফায়ারে নিহত হন।