নিউজ প্রাচ্যের ডান্ডি: ফতুল্লায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৮ টায় ফতুল্লা থানাধীন ভুইগড় কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আকরাম মাহমুদের ডোবার মধ্যে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা যুবক এর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, ‘ডোবায় লাশ ভাসতে দেখে শনিবার সকালে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।’
তিনি আরো জানান, ‘ধারনা করা হচ্ছে যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। কারন তার গলায় একটি কাপড় পেঁচানো ছিল। নিহতের পরনে ছিল নীল রংয়ের জিন্স প্যন্ট ও চেক শার্ট।’