নিউজ প্রাচ্যের ডান্ডি: ঢাকা রেঞ্জের মধ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ক্ষেত্রে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইন-চার্জ ড. মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম)।
অদ্য মঙ্গলবার সকালে ঢাকা ডিআইজি অফিসে তার হাতে মর্যাদার এ পুরষ্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডি আই জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম)।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে যোগদানের পর পরই বিপুল পরিমাণ মাদক, আগ্নেয়াস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তথ্য উদঘাটনসহ ক্রসফায়ারে ষরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত সন্ত্রাসী মনিরুজ্জামান শাহীন অধ্যায়ের পরিসমাপ্তির ঘটানোর মতো বিভিন্ন তৎপরতার জন্য এই স্বীকৃতি অর্জণ করেন।
পুরস্কার প্রাপ্তিতে নিজের দায়িত্ব আরো বেড়ে গেলো মনে করেন ওসি ড. মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম)। সেই সাথে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।