নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে অগ্নিকান্ডে পুড়ে গেছে সাতটি তুলার গোডাউন। রোববার দিবাগত রাত পৌনে ১টায় গোদনাইল মীরপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। হাজীগঞ্জ এবং আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত ১.৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে প্রায় ছয় ঘন্ট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও প্রায় অর্ধকোটির টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়।
জানা যায় রোববার রাত পৌনে ১টার দিকে গোদনাইল মীর পাড়া এলাকায় ফুলমতি ট্রেডার্স নামক তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ফুলমতি ট্রেডাসের পাশে জুয়েল এন্টার প্রাইজ, ফাদার এন্ড সন্স এবং মনির এন্টার প্রাইজের কয়েকটি গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ এবং আদমজী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রাত দেড়টায় ঘটনাস্থলে আসে। প্রায় ছয় ঘন্টা চেষ্টা করার পর ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কের বেশ কয়েকটি তুলার গোডাউন পুড়ে গেছে। প্রায় ছয় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় অর্ধকোটির টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।