নিউজ প্রাচ্যের ডান্ডি: সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় দ্রুত ত্বকী হত্যা মামলার চার্জশীট দাখিলের দাবীতে চাষাড়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।
রফিউর রাব্বী বলেন, আজকে প্রায় সাড়ে ৪ বছর হতে চললেও এখনো আদালতে ত্বকী হত্যার অভিযোগ পত্র দাখিল করা হয়নি। ত্বকীকে কোথায়, কেন, করা হত্যা করেছে প্রশাসন এখনো তাদের চিহিৃত করতে পারে নাই। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত কার্যক্রম আটকে রাখা হয়েছে। তাই সরকারের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
রাব্বী আরো বলেন, প্রশাসনকে জনগণের নিরাপত্তা দেয়ার কথা। কিন্তু তারা তা করছে না। প্রধানমন্ত্রী ত্বকী হত্যার বিচারের আশ^াস দিয়েছেন, কিন্তু তিনি তা বাস্তবায়ন করেন নি।
নারায়ণগঞ্জ জেলা খেলাঘর সংগঠনের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, খেলাঘর জেলা সভাপতি রথীন্দ্র চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা আব্দুর রহমান, গণসংহতি জেলা আহবায়ক তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।