নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বন্দরে দিন দুপুরে দারোয়ানকে পিটিয়ে অটো ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে অটো ইজিবাইকের মালিক আলী আহাম্মদ মিয়া বাদী হয়ে সোমবার দুপুরে বন্দর থানায় ছিনতাইকারী আকরামকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, শনিবার সকাল ৭টায় বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে ছিনতাইকারি আকরাম একই এলাকার আলী আহাম্মদ মিয়ার অটো গ্যারেজ থেকে একটি অটো ইজিবাইক চুরি করে। পরে ঘটনাটি উক্ত গ্যারেজের নাইটগার্ড হারেজ মিয়া দেখে ফেলে এ ঘটনার প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরে আকরাম ক্ষিপ্ত হয়ে নাইটগার্ড হারেজ মিয়া (৫৫)কে বেদম পিটিয়ে ১টি অটো ইজিবাইক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপাারে অটো মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত খোয়াকৃত অটো ইজিবাইকটি উদ্ধার করেতে পারেনি পুলিশ।