নিউজ প্রাচ্যের ডান্ডি: প্রতি বছরের ন্যায় এবছরও অরাজনৈতিক সামাজিক সংগঠন জিরো পয়েন্ট সার্কেল এর উদ্যোগে গরীব, দু:স্থ্য ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৩ টায় শহরের চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন ইসলাম হার্ট সেন্টারের সামনে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
উক্ত ঈদ সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমন, জিরো পয়েন্ট সার্কেলের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল হোসেন সোহাগ, সহ-সভাপতি শাহ আলম সুবজ, সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, প্রচার সম্পাদক হাসানুর রহমান জুয়েল সহ প্রমূখ।
এ সময় ৫’শ জন গরীব দু:স্থ্যদের মাঝে দুই প্রকারের সেমাই, চিনি ও দুধ বিতরন করা হয়। জিরো পয়েন্ট সার্কেল প্রতি বছর নিজেদের উদ্যোগে রমজান মাসে এই ঈদ সামগ্রী বিতরন করে থাকেন।