বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বায়ুদূষণকে। বায়ুদূষণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে শহরের বাসিন্দারা। বায়ুদূষণের ক্ষতিকর দিকটি দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর সম্প্রতি মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বায়ুদূষণ রোধে বিভিন্ন দেশের সরকার নানা উদ্যোগ নিলেও এর বিরুদ্ধে এবার অন্যরকম এক যুদ্ধ ঘোষণা করেছে বেঙ্গালুরুর স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
ভারতের এই শহরটিতে বায়ুদূষণ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে ঝুলন্ত বাগান গড়ে তোলার। সাধারণ মানুষ মিলে বেঙ্গালারুর হোসুর রোডে গড়ে তুলেছে উলম্ব এই বাগান। শহরের ফ্লাইওভারগুলোর ভিতগুলোতে লাগানো হয়েছে বাহারি সব লতাগুল্ম। এই উদ্যোগের সুফল তুলে ধরতে গিয়ে তারা বলেন, এর মধ্য দিয়ে একদিকে শহরের কার্বন কমিয়ে আনা সম্ভব হবে, একইসঙ্গে শহরের সৌন্দর্য বর্ধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিনব এই উদ্যোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।