নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লা থানাধীন দেওভোগ ভূইয়ারবাগ এলাকায় অভিযান চালিয়ে দু’টি দেশীয় অস্ত্রসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৩ নভেম্বর সন্ধ্যায় দুই কিশোর অস্ত্রধারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে ।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানা পুলিশ এসআই সাইফুর রহমান গত ১৩ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ ভূইয়ারবাগ এলাকায় অভিযান চালায়। এ অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ২টি দেশীয় অস্ত্রসহ হাতে নাতে দুই কিশোর অস্ত্রধারীকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, পশ্চিম মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার চাঁনমিয়া মল্লিকের ছেলে আরমান মল্লিক (১৫) ও মাসদাইর বাজার এলাকার অকিল উদ্দিনের ছেলে রুহুল আমিন (১৩)।
আরমানের কাছে পায় একটি লোহার তৈরী দেশীয় আস্ত্র ভোতা দা, রুহুল আমিনের কাছে পায় লোহার তৈরী একটি ছোড়া।
গ্রেপ্তারকৃত কিশোরদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় এসআই সাইফুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-৬৩(১১)১৭।