নিউজ প্রাচ্যের ডান্ডি: মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর)সকালে সরকারি তোলারাম কলেজের উদ্যোগে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি সরকারি তোলারাম কলেজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ছিল জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতিসহ বাদ্য বাজনার আওয়াজ। কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা নেচে-গেয়ে বিজয় র্যালিটি উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্ত্তী, উপাধ্যক্ষ শাহ মো: আমিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রফেসর রোজিনা সুলতানা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদা চৌধুরী নিক্কন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মকবুল হোসেন, দর্শন বিভাগের প্রভাষক বদরুন্নাহার ও সকল বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা।