নিউজ প্রাচ্যের ডান্ডি: চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে মাদক সহ গ্রেফতার করেছেন।
বুধবার (২ আগষ্ট) দুপুর ১২টায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার (ইনচার্জ) শাহ মো: শাহিন পারভেজ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ১৪৯ বোতল ফেনসিডিল, ১০৭ পিছ ইয়াবা, ১০ পুড়িয়া হেরোইন এবং একজন পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ সুবাহান ঢালী (৪৫) পিতা মৃত- এনায়েত আলী, দিলু (৪২) পিতা মৃত- বাচ্চু মিয়া, সাং- দেওভোগ পানির ট্যাংকী, শাহিন (৪৩) পিতা মৃত- জয়নাল সাং বেপারীপাড়া, রাশেদুল হক রকি (২৭) পিতা রিপন খন্দকার সাং- নিউ জিমখানা, রফিকুল ইসলাম (২৪) পিতা মৃত- আবুল হোসেন সাং- বালিয়াপাড়া জেলা- ময়মনসিংহ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার (ইনচার্জ) শাহ মোঃ শাহিন পারভেজ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করা হয়। ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক নিয়ন্ত্রনকারী। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম, এএস আই সামসুজ্জামান ও এএস আই সোহাগ মিয়া।