নিউজ প্রাচ্যের ডান্ডি: শেষ হয়েও যেন হলো না শেষ! নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মঈনুল হকের নির্দেশে গত ১৫ এপ্রিল থেকে জেলা ব্যাপী শুরু হওয়া পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান ২০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও সাফল্য অর্জিত হওয়ায় বাড়ানো হয়েছে অভিযানের সময়সূচী।
যার ফলে সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর জিমখানা, বাবুরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো: শরফুদ্দীন আহাম্মদের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জন সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৭ জন মাদক ব্যবসায়ী ও সেবন কারীকে আটক করেন।
পরবর্তীতে আটককৃত ২৩ জনকে রাত ১১ টায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম।