নিউজ প্রাচ্যের ডান্ডি: ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে নগরীতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ।
সোমবার (২২ মে) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ গ্রহণে এই সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ব্রজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল গনি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, কাযকরী সদস্য সুলতানা বেগম রত্মা, জহির উদ্দিন প্রমুখ।
এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিকট শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটি শিক্ষকদের এমপিও প্রদান, নন-এমপিও প্রতিষ্ঠানসমূহকে এমপিও ভুক্তকরন এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী জানান।