নিউজ প্রাচ্যের ডান্ডি : টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সুপার টুয়েলভ এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
২৪ অক্টোবর দুপুরে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতে কিছুটা ভালো করলেও লিটন দাস ১৬ ও সাকিব ১০ রানে আউট হওয়ায় কিছুটা ব্যাকফুটে হয়ে যায় বাংলাদেশ। পরবর্তী তে নাইমের ৬২, মুশফিকের অপরাজিত ৫৭ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭১ রানে।
স্কোর :
লিটন দাস ১৬ (১৬)
মোহাম্মদ নাঈম ৬২ (৫২)
সাকিব আল হাসান ১০ (৭)
মুশফিকুর রহিম ৫৭(৩৭)*
মাহমুদউল্লাহ ১০(৫)*
আফিফ হোসেন ৭ (৬)
নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
মোট সংগ্রহ ঃ ১৭১/৪ (২০.০)