নিউজ প্রাচ্যের ডান্ডি: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি দায়েরের পর আদালত তা আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কে নির্দেশ দিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলী এড. ওয়াজেদ আলী খোকন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী সুলতান উল আরেফিন জানান, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রতি সাংস্কৃতিক সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ধর্মের অবমাননা করে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ‘যদি বাংলার মানুষ জানতো সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ, তাহলে ৩০ লাখের শহীদদেও মুক্তিযুদ্ধে কেউ অংশ গ্রহণ করতো না।’
আইনজীবী আরো বলেন, রফিউর রাব্বির এমন বক্তব্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের উপড় ধর্মীয় আঘাত হানার শামিল। তাই রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন মাওলানা ফেরদাউসুর রহমান।