নিউজ প্রাচ্যের ডান্ডি: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফল। এবছর জেলায় এইচএসসি’তে পাশের হার শতকরা ৬৭.২৬ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ২০৮ জন।
রবিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলার প্রত্যেকটি কলেজে পরীক্ষার ফলাফল প্রেরণ করা হয়।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখাগেছে, জেলার ৫২ টি কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন সর্বমোট ১৭ হাজার ৭৩৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ১১ হাজার ৯৩১ জন।
তন্মধ্যে জেলা শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রথম স্থানে রয়েছে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ। চলতি বছর এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে ২ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। জিপিএ-৫ পেয়েছেন ৮৪ জন।
আর দ্বিতীয় অবস্থানে আছে সরকারী তোলারাম বিশ^বিদ্যালয় কলেজ। এই কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ গ্রহণ করেন ২ হাজার ৭৫৭ জন। আর পাশ করেন ১ হাজার ৬১৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ২৫ জন।
এদিকে ফলাফল প্রাপ্তির পর কলেজে আসা পরীক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেন। তাদের সাথে তখন শিক্ষকদেরও উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়।