নিউজ প্রাচ্যের ডান্ডি: শুরু হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) থেকে শুরু হওয়া মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় এবছর নারায়ণগঞ্জ জেলা থেকে অংশ গ্রহণ করছে সর্বমোট ৩৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে ৩৮ টি।
জেলার ২১ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে মোট ২৯ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী।
দাখিল পরীক্ষার ৭টি কেন্দ্রে অংশ গ্রহণ করছে ২ হাজার ৬১১ জন পরীক্ষার্থী। আর ভোকেশনাল পরীক্ষায় ১০ টি কেন্দ্রে অংশ গ্রহণ করবে ১ হাজার ১৭ জন পরীক্ষার্থী।
বিষয়টির সত্যতা নিউজ প্রাচ্যের ডান্ডিকে নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা অফিসার নাসরীন বেগম।
তিনি জানান, এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে এবার কঠোর নজরদারী বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু আধাঘন্টা পূর্বে কেন্দ্রে অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে।