নিউজ প্রাচ্যের ডান্ডি: আজ রাত পোহালেই অনুষ্ঠিত হবে মুসলমান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানীর ঈদ।
শনিবার (২ সেপ্টেম্বর) ঈদুল আযহা উপলক্ষে জামতলায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭ টায়, দ্বিতীয়টি সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
তবে বৈরী আবহাওয়ার কারনে যেন ঈদের জামাতে আসা মুসল্লিদের নামাজ আদায়ে কোন ধরনের অসুবিধায় পড়তে না হয় সেজন্য গোটা ঈদগাহ্ জুড়েই সামিয়ানার উপড়িভাগে ত্রিপল লাগানো হয়েছে।
ইতিমধ্যেই ঈদগাহ্ এ সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশন জেলা উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান।
আর ঈদের জামাতকে ঘিরে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ বলে জানান, জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া।