নিউজ প্রাচ্যের ডান্ডি: মহান বিজয় দিবসে নিরাপত্তার কথা বিবেচনা করে বীর শহীদদের প্রতি গত বছর প্রভাতে পুস্পস্তর্বক অর্পণ করা হলেও এবছর আগামী ২১ ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরেই শহীদদের স্মরণে নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মো: রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
সভার শুরুতে প্রথমে ভাষা শহীদদের প্রতি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক নারায়ণগঞ্জে ভাষা দিবস উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে সংশিষ্ট পুলিশ প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি ২১ ফেব্রুয়ারী দিনব্যাপী ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশনা দেন।
রাব্বী মিয়া জানান, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারী জেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পাস্তর্বক অর্পণ করা হবে।
প্রভাতে র্যালী এবং বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস্ ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল হামিদ মিয়া, ডিবির অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: মনিরুল হক, এনডিসি জ্যোতি চন্দ্র বিকাশ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, এনজিও নেটওয়ার্কসের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ কলেজের শারীরিক বিষয়ক শিক্ষক আরিফ মিহির প্রমুখ।