নিউজ প্রাচ্যের ডান্ডি: ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেল লাইন নির্মানের লক্ষ্যে দ্বিতীয় দিনের মত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকার প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
এসময় উচ্ছেদের শিকার বিভিন্ন বসতঘরের অসহায়রা তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ফলপট্টী থেকে শুরু করে কালীরবাজার পর্যন্ত রেলওয়ের জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন নির্মানের লক্ষ্যে সকল অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে।