নিউজ প্রাচ্যের ডান্ডি: বন্দর উপজেলায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুল করিম ওরফে মুন্নাকে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আমজাদ হোসেন এ রায় দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত করিম পলাতক ছিলেন। করিম বন্দর উপজেলার তিনগাও ভদ্রাসন এলাকার নানার বাড়িতে বাস করতেন। তার বাবার নাম আব্দুল হাই।
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রাকিবুউদ্দিন আহম্মেদ রকিব জানান, ২০১০ সালের ৩০ জানুয়ারি করিম ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলায় স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন