নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর অসুস্থ্যতার কারনে পূর্ব নির্ধারিত সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিতব্য এজিএম স্থগিত করে তা আগামী ৬ নভেম্বর বিশেষ সাধারন সভার দিন ধার্য্য করা হয়েছে। ঐদিন দুপুর সাড়ে ১২ টায় বার ভবনের নীচ তলায় উক্ত সভায় বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠানের বিষয়ে আলোচনা সভা হবে।
যেখানে বর্তমান কমিটি তাদের মেয়াদের বিভিন্ন কর্মকান্ডের হিসাব নিকাশ সমিতির সদস্যদের মাঝে তুলে ধরবেন এবং আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ ঘোষণা করা হবে।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ পলু জানান, ‘সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন যাবত রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই তার অসুস্থ্যতাজনিত কারনে গত ২৫ অক্টোবর কার্যকরী কমিটির জরুরী সভায় ৩০ অক্টোবরের অনুষ্ঠিতব্য এজিএম স্থগিত করা হয়েছে। আর আগামী ৬ নভেম্বর বার ভবনে বিশেষ সাধারন সভার আয়োজন করা হয়েছে। সেদিন এজিএম এর দিনক্ষণ ঠিক করা হবে।’