নিউজ প্রাচ্যের ডান্ডি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
রবিবার (১৮ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের নীচতলায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়া, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভূইয়া, এড, নুরুল হুদাসহ নারায়ণগঞ্জ বারের সাধারণ আইনজীবীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।