নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, নারীরা এখন কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। তারা এখন পুরুষের তুলনায় অনেকাংশেই এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ণে ব্যাপক সহযোগিতা করে যাচ্ছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নারী আইসিটি ফ্রী-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাফিকস্ ডিজাইন বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল বারী। এছাড়া প্রকল্পের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বী মিয়া উক্ত বিষয়ে শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা বজায় রাখার তাগিদ দেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সদনপত্র বিতরন করা হয়।