নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
মঙ্গলবার (২০ মার্চ) নারায়ণগঞ্জের ২নং বিশেষ ট্রাইব্রুনালের বিচারক আলী হোসেনের আদালতে হাজিরা দেন আজাদ।
আদালতে নজরুল ইসলাম আজাদের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজার থানার একটি মিথ্যা মামলায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আজ ২নং বিশেষ ট্রাইব্রুনালের বিচারক আলী হোসেনের আদালতে হাজিরা দেন। বর্তমান স্বৈরাচারী সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার আজ বিএনপি’র নেতাকর্মীরা। সারাদেশে বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে এ সরকার আন্দোলন সংগ্রাম থামিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। কিন্তু হামলা মামলা দিয়ে জিয়ার সৈনিকদের রাজপথ থেকে সরানো যাবে না। সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলে বিএনপি’র চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়াসহ আটক সকল বিএনপি নেতাকর্মীদের মুক্ত করে আনবো এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বেগম জিয়ার নেতৃত্বে জাতিয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষের গনতন্ত্র ফিরিয়ে আনা হবে।