নিউজ প্রাচ্যের ডান্ডি: প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন চার্জ ড. মো: মাহবুবুর রহমানকে ফুলের সংবর্ধনা দিয়েছে ডিবি কর্মকর্তারা।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে জেলা ডিবি কার্যালয়ে এই সংবর্ধনা জানানো হয়।
ডিবি ওসি মাহবুবুর রহমানকে পরিদর্শক (তদন্ত) মো: মাজহারুল ইসলাম ও উপ-পরিদর্শক মো: মিজানুর রহমান ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, পরিদর্শক গিয়াস উদ্দিন, এসআই আবুল কালাম আজাদ, এসআই আসাদুজ্জামান, এসআই আজিজুল হক হাওলাদার, এসআই আবু সায়েম, এসআই মাসুদ রানাসহ ডিবি কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে ডিবির ওসি মাহবুবর রহমান তার এই পদক নারায়ণগঞ্জবাসীকে উৎস্বর্গ করে বলেন, কর্মজীবনে মানুষের ভালবাসা, সহযোগিতা আর আল্লাহর অশেষ কৃপায় আজ সফলতার দরুণ রাষ্ট্রপতি পুলিশ পদক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। যতদিন পুলিশ বাহিনীতে আছি, ততদিন অপরাধ দমনে কাজ করে যাব।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে ২০১৭ সালের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জ জেলা ডিবি ওসি মাহবুবুর রহমানকে পিপিএম ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।