প্রেস বিজ্ঞপ্তি: সম্প্রতি নারায়ণগঞ্জে সরকার কর্তৃক দমন নিপীড়ন ও মামলার শিকার দলীয় নেতা-কর্মীদের আইনগত সহযোগিতার ঘোষনা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকারের জেষ্ঠ্য কন্যা ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার।
ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকার বলেছেন যারা গ্রেফতার হয়েছেন তাদের জামিন এবং যে সকল নেতাকর্মী মামলায় আসামী হয়েছেন তাদের উচ্চ আদালত থেকে আগাম জামিনের ব্যবস্থা করবেন। এজন্য তিনি কোন পারশ্রমিক নিবেন না।
উচ্চ আদালতে আইনগত সহায়তার জন্য গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি¤œ আদালতের সার্টিফাইড নথি সহ এবং যারা আসামী হয়েছেন কিন্তু গ্রেফতার হন নাই তারা আগাম জামিনের জন্য ওকালত নামায় স্বাক্ষরের জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ হাই কোর্টে ব্যারিষ্টার মার-ই-য়াম খন্দকারের ৩০০৪ নং চেম্বারে অথবা এড. তৈমূর আলম খন্দকারের তোপখানা রোডস্থ মেহেরেবা প্লাজার ১৪ তলায় অবস্থিত চেম্বারে যোগাযোগ করার জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল নেতা-কর্মী ও তাদের পরিবারকে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।