নিউজ প্রাচ্যের ডান্ডি ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ২৩ জানুয়ারী রাতে মাসদাইর এলাকার এ এস টাওয়ারের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের জানালার কাচসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত কামাল নামের একজনকে স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হলেও, উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকায় আনা হয়।
ঘটনা প্রসঙ্গে ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস লিকেজ হয়ে ঘরে ছড়িয়ে পরে। চুলা জ্বালাতে গেলে অথবা বিদ্যুতের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়।