নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যদের শপথ গ্রহণ পরিচিতি ও আইডি কার্ড বিতরন অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ মে) শহরের ডিআইটি সিটি দোয়েল প্লাজা-৩ এর তৃতীয় তলায় সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্পেশালাইড টেক্রটাইল মিলস এন্ড পাওয়ালুম ইন্ডাষ্ট্রি এর সাবেক সভাপতি আজিজুল হক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সহ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু। অনুষ্ঠান শেষে সদস্যদের শপথ গ্রহন পরিচিতি ও আইডি কার্ড বিতরন অনুষ্ঠান এর অতিথিদের হাতে ক্রেষ্ট প্রদান করা হয়।