নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেটে রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভোটারদের যথাসময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন গণতান্ত্রিক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু।
সোমবার (১ জানুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ঢাবির সিনেট নির্বাচনে নারায়ণগঞ্জের ভোটারদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।
এড. আনিসুর রহমান দিপু বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযোদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিষ্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে-২০১৮ তে অংশ গ্রহণ করছে আওয়ামীলীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ। এই লক্ষ্যে আগামী ৪ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা গণতান্ত্রিক ঐক্য পরিষদের আয়োজনে বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হবে। তাই উক্ত অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত এবং গণতান্ত্রিক ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী নারায়ণগঞ্জ জেলার সকল ভোটারদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি।’
জানাগেছে, আগামী ৬ জানুয়ারী ২০১৭ শনিবার বাইরে ২৯ টি কেন্দ্রে, ১৩ জানুয়ারী ১৩ টি কেন্দ্রে এবং ২০ জানুয়ারী ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় ৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আর আগামী ১৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলায় সরকারী তোলারাম কলেজের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই জেলায় ঢাবির রেজিস্টার্ড গ্রেজুয়েটস ভোটার রয়েছেন ৫৯৯ জন।