নিউজ প্রাচ্যের ডান্ডি: রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের ৪৬ তম মহান বিজয় দিবসের প্রভাতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের বিনম্র চিত্তে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী।
প্রতি বছর বিজয় দিবসের প্রথম প্রহরে দিবাগত ১২ টা ১ মিনিটে বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিজয় দিবস উদযাপনের সূচনা হলেও এবছরই প্রথম সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় প্রভাতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নারায়ণগঞ্জবাসী।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর চাষাড়াস্থ বিজয় স্তম্ভে বীর শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী ও জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া।
এসময় তাদের সাথে ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দিন হায়দার, (সার্বিক) মো: আব্দুল হামিদ মিয়া, (শিক্ষা ও আইসিটি) রেজাউল বারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ।
এরপর জেলা পুলিশ সুপার মো: মঈনুল হকের নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, (অপরাধ) মো: মতিয়ার রহমান, (ক-সার্কেল) মো: শরফুদ্দীন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষে
চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এহসানুল হক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামুল হক, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস,
নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম সামিউল্লাহ মিলন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা,
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বিকেএমইএ’র পক্ষে পরিচালক আলহাজ¦ মজিবুর রহমান,
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষে পরিচালক ইউসুফ বিন হারুন পাপ্পু, সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তী, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক রেজা রুমন,
নারায়ণগঞ্জ জেলা জাসদের পক্ষে জেলা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি প্রফেসর ড. শিরিন শারমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের পক্ষ থেকে জেলা সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল,
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, রোটারী ক্লাব অব শীতলক্ষ্যার পক্ষে সভাপতি এনামুল হক সিদ্দিকী,
নারায়ণগঞ্জ জাকের পার্টি, ভোরের আকাশ সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন বীর শহীদদের।