নিউজ প্রাচ্যের ডান্ডি, আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর মঙ্গলবার রাতে ফজিলা বেগম (৫০) নামে এক গৃহধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার মৃত আব্দুল মালেকের স্ত্রী।
ঘটনাস্থল থেকে ফিরে নিহতের পরিবারেরদেয়া তথ্য মতে এসআই মোস্তাফিজুর রহমান জানান, ৫ ফেব্রুয়ারী ফজিলা বেগম বাড়ির পাশে নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ইঞ্জিনচালিত ট্রলারের পাখায় আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছেন। এসআই আরো বলেন, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে নিশ্চিত করা যাবে।
এদিকে স্থানীয় সূত্রে গেছে, স্থানীয় জেলেদের মাছ ধরার জালে ফজিলার লাশ ভেসে উঠে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।