স্টাফ রিপোর্টার: ফতুল্লা থানাধীন পঞ্চবটী এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও তেল চোর মির্জা পাভেল ওরফে তেল চোর পাভেল (৩৮) কে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে একটি টিম পঞ্চবটী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহেদ পারভেজ চৌধুরী জানান, ‘চাঁদাবাজির অভিযোগে মির্জা পাভেল কে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’
জানাগেছে, নারায়ণগঞ্জের একটি বিশেষ পরিবারের নাম ভাঙ্গিয়ে মির্জা পাভেল ওরফে তেল চোর পাভেল পঞ্চবটী এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কয়েকমাস পূর্বে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস এলাকায় এক ঝুট ব্যবসায়ীকে মারধর করে আরবি ফ্যাশন নামক একটি গার্মেন্ট ফ্যাক্টরীর ঝুট ছিনতাই করে নিয়ে যায় পাভেলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী। এরপর সেই ঘটনায় মামলা দায়েরের পর ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করলেও পরবর্তীতে জামিনে বেরিয়ে পাভেল আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে।