নিউজ প্রাচ্যের ডান্ডি, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে প্রতিবছরের ন্যায় এ বছরও পিইসি পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা ও তাদের মাঝে খাবার বিতরণ করেন নাসিক ২নং ওর্য়াডের জনপ্রিয় কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।
দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ীস্থ নিজ বাস ভবন হাজী ইদ্রিস গার্ডেনে ৭’শত অভিভাবকদের মাঝে এ খবার বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, হাজী জহিরুল ইসলাম, সোলেমান পলাশ, আবুল হোসেন, কামাল হোসেন, ইসমাইল হোসেন, মোক্তার হোসেন, আক্তার হোসেন, মাস্টার মহিউদ্দিন, বাবু, ঝন্টু, জাহিদ হোসেন, দুলাল হোসেন, সানাউল্লা ও কাউসার প্রমূখ। এসময় ইকবাল হোসেন অভিভাবকদের বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আপনাদের জন্য এ ব্যবস্থা চালু রাখবো।